চাঁপাইনবাবগঞ্জে হোমিও ডাক্তার ও কর্মচারীদের কর্মবিরতি পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ
জেলা হাসপাতালের হোমিও ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে রোগীদের চিকিৎসা বন্ধ রাখাসহ সকল কার্যক্রম বন্ধ রাখে জেলা হাসপাতালের হোমিও বিভাগ।

নারায়নগঞ্জের রুপগঞ্জের বি.এইচ.এম.এস ডাক্তার আজিজুর রহমান সুজন’কে ডাক্তার লেখার কারণে র‍্যাব কর্তৃক হয়রানির প্রতিবাদে এই কর্মবিরতি কর্মসুচী পালিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের হোমিও মেডিক্যাল অফিসার ডাক্তার সবুজ আল-মামুনের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

এসময় জেলা হাসপাতালের হোমিও ডাক্তার ও কর্মচারীরা সকল কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ জানায়। এতে দূর্ভোগে পড়ে জেলা হাসপাতালে হোমিও চিকিৎসা নিতে আসা রোগীরা।

জেলা হাসপাতালের হোমিও মেডিক্যাল অফিসার ডাক্তার সবুজ আল-মামুন জানান, বি.এইচ.এম.এস ডিগ্রীধারীরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চিকিৎসক এবং ডিজি হেলথ থেকে প্রাকটিশনার সনদপ্রাপ্ত। তারপরও এমন হয়রানীর প্রতিবাদেই এই কর্মসুচী পালন করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন