

নিজস্ব প্রতিবেদক: র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১২৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ জামিরুল নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ২ ফেব্রুয়ারি দুপুর পৌণে ৩ টার দিকে অভিযানটি পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের নয়নসুকা কাঠালিয়া পাড়ার মৃত আজাহার আলী মিঠু ও মোছা. সুফিয়া বেগমের ছেলে মো. জামিরুল ইসলাম (৩১)।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৫ নং ওয়ার্ডের উপরাজরামপুর রাস্তা দিয়ে ১টি ব্যাটারীচালিত অটোরিকশা যোগে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদসহ আতাহার থেকে উপরাজরামপুরের দিকে যাচ্ছে।
খবর পাবার পর দ্রুত ঐ এলাকায় নাসিরের দোকানের সামনে থেকে অটোরিকশা ও দুটি প্লাস্টিক বস্তায় ১২৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ হাতেনাতে জামিরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে জামিরুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিরুল মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।