

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চক্ষু হাসপাতাল এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
২ জুন বৃহস্পতিবার সকালে নতুন কমিটির সদস্যদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যপক শরিফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার বর্তমান কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, আগের কমিটির মেয়াদ ৬ মাস আগেই শেষ হয়ে গেছে।
আব্দুল ওদুদ আরও বলেন, কমিটির নির্বাচনের সময় কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। এখানে জটিলতার কিছু নেই, পানির মত স্বচ্ছ। আব্দুল হাকিম কোনো মামলার বাদি নন। ফলে এখানে মামলা সংক্রান্ত কোনো জটিলতা নেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কী ঝামেলা রয়েছে তা তার জানা নেই। তবে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।