চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুঃ জিয়াউর রহমানের জন্মদিন পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

মোঃ সিফাত রানা: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমানের শুভ জন্মদিন উদযাপন পালন করা হয়েছে।

বুধবার রাতে রহনপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই শুভ জন্মদিন পালন করা হয়। এসময় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুঃজিয়াউর রহমান একটি নাম নয় একটি উজ্জ্বল তারার নাম। তিনি একটি সাধরণ পরিবারে জন্মগ্রহণ করেন।জীবন সংগ্রামে লড়াই করে রাজনিতি করেছন ইউনিয়ন থেকে পৌরসভা তারপর সাংসদ তিন বার আওয়ামী লীগ মনোনীত নৌকার কাণ্ডারি। বর্তমান জেলার দায়িত্বে আছেন লক্ষ মানুষের প্রাণ মুঃজিয়াউর রহমান। কিছু মানুষের মন্তব্য সমালোচনা ও ভাষার ব্যবহার দেখে মনে হয় রাতে স্বপ্ন দেখার মত। একদিনে,এক বছরে, দশ বছরে এমন জিয়াউর রহমান তৈরি হয় নাই কত লড়াই কত সংগ্রাম বিরোধী দল এবং নিজ দলের বাঘা বাঘা নেতাদের সাথে লড়াই করতে হয়েছে বর্তমান পরিস্থিতি দেখে অনুমান করা যায় তারপর আজকের জায়গায়। আজ ও এই বয়সে যে সময় যে পরিশ্রম তিনি করেন দলের জন্য এটি সহজ নয়। একজন নেতা হওয়া সহজ কিন্তু একজন মাটি ও মানুষের নেতা হওয়া সহজ নয়। তিনি যে ধরণের রাজনিতি করেন সব শ্রেণি পেশার মানুষের সাথে চলাচল করেন বর্তমান সময়ে কেও করেনা এটি বাস্তব। সম্পর্ক নিয়ে কথা তর্ক হতে পারে কিন্তু কি করোনা কি বিপদে একমাত্র নেতা তিনি সব সময় জনগণের মাঝে থাকেন যতটুকু পারেন সাহায্য করেন।মানুষ মাত্র ভূল থাকতে পারে সিদ্ধান্ত ভূল হতে পারে কিন্তু এমন মানুষ বর্তমান সময়ে পাওয়া সহজ নয়।গ তকাল ছিল তিনার জন্মদিন যারা তিনাকে ভালোবাসা জানিয়েছেন সবাই কে অভিনন্দন ও ভালোবাসা।

পোস্টটি শেয়ার করুন