চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনে মঞ্চে বসাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষের জেরে রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসের বাসায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস সংবাদ সম্মেলনে তার বাসায় হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি সংবাদ সম্মেলনে বাসায় হামলাকারীদের পরিচয় না বললেও কৃষক লীগের সম্মেলন কে কেন্দ্র করে এই হামলা হয়েছে বলে জানান।
তিনি সাংবাদিকদের জানান দ্রুত সার্বিক পরিস্থিতি নিয়ে সাংগঠনিকভাবে দলের কেন্দ্রীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাবেন।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তিনতলা বিশিষ্ট বাসভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বেসিক ব্যাংকের বাইরের কাঁচের কয়েকটি স্থান ভেঙে গেছে।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলীয় নেতাকর্মীরা।