ডি এম কপোত নবী: ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বারঘরিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে রাইফেল চত্বরে সমাবেশে বক্তব্য দিয়ে শেষ করে।
বক্তারা বলেন- পুলিশ আমাদের ভাই, বন্ধু। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা জনগণের নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু আপনাদের গুলিতে যদি আহত হয়ে আমাদের জীবন দিতে হয় তাহলে এর চাইতে কষ্ট আর কিছু হতে পারেনা। আপনারা জনগণের বন্ধু হয়েছে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন; জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মু. আলামিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মো. সরফরাজ শেখ ইয়ামান অঙ্গন, যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন, যুগ্ন আহ্বায়ক মো. তানভীর মাহমুদ সাকিব, জেলা ছাত্রদলের সদস্য মো. রবিউল ইসলাম লিংক, সদস্য মো. নাঈম আলী, সদস্য মো. রাসেদ আলী, সদস্য মো.জাকির হোসেন, সদস্য মো. শহিদুল ইসলাম, সদস্য মো. আব্দুর রাকিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা
মো. সোহেল আমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. রিদয় হোসেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো.নিজাম উদ্দিন রিপন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. শামিম রেজা, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোহাইমেনুল হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।