

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় ও চাঁপাইনবাবগঞ্জ দাবা ফেডারেশন এর আয়োজনে ‘দাবা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ সেপ্টেম্বর জেলা পুলিশ লাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৪ টি স্কুল থেকে ২৬ টি দল অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন।