

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১৫ লাখ ৫০ হাজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪১ জনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও এ কে এম গালিভ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন;জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া প্রমুখ।
অনুদানপ্রাপ্ত উপকারভোগীগণ চেক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।