চাঁপাইনবাবগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ সড়কের পাশেই মরা আম গাছ, ঘটতে পারে দুর্ঘটনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুদিনের আমের মরা গাছটি অরক্ষিত রয়ে পড়ে আছে মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের।

মরা গাছটির মাত্র ১০০ গজের ভিতরে রয়েছেন, এশিয়া পি ক্যাডেট স্কুল এন্ড কলেজ, নিউ এশিয়ান পি ক্যাডেট স্কুল। সরকারী স্থাপনা গণগ্রন্থাগার ও অভিনব কোচিং সেন্টার মহান্দা ডিজিটাল সাইন মেসার্স রকি এন্টার প্রারাইজ স্বপ্নিল কমিনিটি সেন্টার। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

জাতীয় সংসদ সদস্য-৩ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের হারুনুর রশীদ হারুন এমপির বাড়ির সামনে ফুড অফিস মোড়ের উপর রাস্তার সাথেই মরা বহুদিনের গাছটি অবস্থিত।

এলাকাবাসীর অভিযোগ;বিশেষ করে স্কুল চলাকালী শিশু বাচ্চাদের চলাচল করতে হয় বেশি, এবিষয়ে এমপি হারুনুর রশীদ হারুনকে গাছটি কাটার জন্য জরুরী ভাবে তাগিদ দেওয়া হয়। অথচ এখন পযন্ত কোন পদক্ষেপ নেওয়া হইনি এভাবেই পড়ে আছে বহুদিনের মরা ঝুঁকিপূর্ণ গাছটি।

পোস্টটি শেয়ার করুন