![চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে আসা বিরল প্রজাতির নীলগাই উদ্ধার](https://chapaitribune.com/wp-content/uploads/2022/10/FB_IMG_1666813462562.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারত থেকে চলে আসা এক বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।
বুধবার ২৬ অক্টোবর শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আজ বুধবার দুপুরে নীলগাইটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে, সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রাণীটি চলে এসেছে।