চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে আবারো ঝরলো এক শিশুর প্রাণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড টু সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক যেন এক মৃত্যুর সড়কের পরিনত হয়েছে। প্রতিদিনই ঝরছে পথচারীসহ সাধারণ মানুষের প্রাণ। চার লেন সড়কের দাবি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে সরব হচ্ছে।

মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ দুপুরেও শিবগঞ্জের কানসাট পুকুরিয়া মোড়ে একটি শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ জানায়; দুপুর দেড়টার দিকে স্কুল ছাত্রী মুনিরা খাতুন রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মুনিরা।

এর পরপরই এলাকার লোকজন ঘটনাস্থল এবং ইসরাইল মোড় এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে দুই শতাধীক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং উত্তেজিত লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।

এদিকে ভুক্তভোগীর পরিবার স্কুলছাত্রী মনিরার সড়ক অ্যাক্সিডেন্টের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা বলেন আর কত এভাবে মায়ের কোল খালি হবে প্রতিদিন,সরকার কবে ৪ লেন রাস্তার উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করবে। এই অধীর আগ্রহে আকাঙ্খার চেয়ে আছেন দীর্ঘদিন সময়ের দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী।

উল্লেখ্য; ভারত থেকে ছেড়ে আসা এক্সপোর্ট ইমপোর্ট এর সোনামসজিদ স্থল বন্দর অবস্থানকৃত গাড়িগুলো বিভিন্ন জেলার প্রান্তে ছড়িয়ে পড়ে এতে ছোট্ট জেলার রাস্তায় সৃষ্টি হয় যানজট। প্রচুর ট্রাক চলাচল হয়। সেই সাথে আবার অটোরিকশা, থ্রি হুইলার, পাওয়ার টিলার এর মতো ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল।

এছাড়াও ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে দুর্ঘটনা এড়াতে বারবার সতর্ক করল তারা মানতে নারাজ হচ্ছে না তাদের ড্রপ টেস্ট এভাবেই চলে আসছে দীর্ঘদিন এতে প্রান হারাচ্ছে পথচারী সাধারণ জনগণ।

পোস্টটি শেয়ার করুন