চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক ব্যক্তির

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের সড়কে থামছে না মৃত্যুর মিছিল। রাজশাহী-সোনামসজিদ মহা সড়কে রোববার দিবাগত রাত ৩ টার দিকে মান্নান নামে ১ ব্যক্তি নিহত হয়।

নিহিত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের মড়ল পাড়ার বাসিন্দা মৃত মোসাহাকের ছেলে মান্নান ওরফে মান্নু(৫২)।

নিহত মান্নুর ভাগিনা তারিফ ভোর সাড়ে ৪ টার দিকে এ প্রতিবেদককে জানান, মামা বিভিন্ন স্থানে আমের আড়তে মালবাহী যানবাহন ভাড়ার জন্য ব্যবস্থা করতেন। রাতে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জে যাবার পথে ঘোড়াস্ট্যান্ডে সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের নাহালা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো মামা।

রাত ২ টার পর স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যায় মান্নু। লাশের ডান পা হাঁটু বরাবর ক্ষতবিক্ষত হয়। শুধু চামড়া লেগে ছিলো। ধারণা করা হচ্ছে সড়ক পার হতে গিয়ে দ্রুত গতির ট্রাক বা অন্য কোন যাবাহন মান্নুকে চাপা দেয়। পায়ের উপর দিয়ে চাকা যাওয়ায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জসিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হবার বিষয় টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন