

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ জেলায় এক সরকারি সফরে আসেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম(বার)।
এই কল্যাণ সভায় সকল র্যাংকের পুলিশ সদস্যদের মৌখিক আবেদন শোনেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ডিআইজি।
পরবর্তীতে মাননীয় ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণের সাথে আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অপরাধ সভায় ডিআইজি মহোদয় আপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক এজেএড নূরুল হক,জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব বিপিএম, পিপিএম(বার)।