চাঁপাই নবাবগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন মুক্তিযুদ্ধ মঞ্চের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টগর মোঃ সালেহ্ এবং সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আনন্দ শংকর রায় চৌধুরী।

উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহনেওয়াজ সজীব, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি হাসিব রায়হান, চাঁপাই পৌর শাখার সাধারণ সম্পাদক রকি এবং অন্যান্য সংগঠকবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন