চাঁপাই নবাবগঞ্জে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘সুশাসন চাই, বৈষম্যের অবসান কারও সমাজতন্ত্রের পথ ধরো দূর্নীতিবাজ লুটেরা, বাজার সিন্ডিকেট গুণ্ডা, ধর্ষক, অপরাধী, অসৎ রাজনৈতিক অসৎ অফিসারদের অশুভ শক্তি ধ্বংস করো’ স্লোগানে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের নিমতলা এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের জৈষ্ঠ‍্য সহ-সভাপতি মো. আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন
জাসদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার জাসদ সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাহজামান , জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন