চাঁপাই নবাবগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ওয়াজেদ আলীর মৃত্যুতে শোকের ছায়া

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

ডেস্ক নিউজঃ প্রবীণ রাজনীতিবিদ, চাঁপাই নবাবগঞ্জ ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ৮.৩০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তাঁর মৃত্যুতে শুধু ভোলাহাট উপজেলা নয় জেলা সকল স্তরের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতি চারণা মূলক আবেগময়ী স্টাটাসসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে ভোলাহাট রামেশ্বর হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সাবেক সংসদ সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা,ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু,সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠায়
মোঃ ওয়াজেদ আলীর অবদান অনেক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। ভোলাহাটে আওয়ামী লীগকে প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিলো অপরিসীম।

তাঁর মৃত্যুতে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আশরাফুল হক চুনু গভীরভাবে শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করে বলেন, ‘মোঃ ওয়াজেদ আলী র মৃত্যুতে ভোলাহাট উপজেলা আওয়ামী পরিবার একজন অভিভাবক কে হারালো।দুর্দিনের কান্ডারী ছিলেন তিনি। দলে তাঁর অবদান বলে শেষ করার মত নয়।তাঁর স্থান অপূরনীয়।আমরা একজন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত ও ত্যাগী রাজনীতিবিদ কে হারালাম। ‘

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

পোস্টটি শেয়ার করুন