চাঁপাই নবাবগঞ্জে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরাম,বাঙ্গাবাড়ী’ এর কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরাম’ এর প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটি গঠন হয়েছে।
আজ বুধবার বাঙ্গাবাড়ী আনারপুর সীমান্তে আমবাগানে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের পর এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মুঃ আতিকুর রহমান সুমন(রাজশাহী বিশ্ববিদ্যালয়),রকেল আলী(খুলনা বিশ্ববিদ্যালয়) ও আজম(কুয়েট) কে উপদেষ্টা ও মোঃ শামীম রেজা (চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়) কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম(সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), সদস্য সচিব নাহিদ হাসান(খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়) ,সদস্য আবিদ হাসান (বুটেক্সট), সুজন সেন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
প্রতিষ্ঠাকালীন এই কমিটি ফোরামের নীতিমালা, নতুন কমিটি তৈরি ও লক্ষ উদ্দেশ্য প্রণয়ন করবে।
বাঙ্গাবাড়ী ইউনিয়নের দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে একটি একটি নতুন সংগঠন হিসেবে আজ যাত্রা শুরু করে।