

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জে নিখোঁজের দু’দিন পর ম্যানহোল থেকে তিন বছরের শিশু রোহানের মরদেহ উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টায় সদর হাসপাতালের টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া (ভেলুর মোড়) মহল্লার রাজমিস্ত্রী মো: সুজন আলীর ছেলে।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর রোহান বিকেল ৩টায় নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পেলে গতকাল শুক্রবার রাতে থানা পুলিশকে অবহিত করে।
ডিস্ট্রিক্ট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ ফেসবুক পেজে ২ ডিসেম্বর রাত ১০ টায় দেয়া এক পোস্টে শিশুটিকে বহনকারী লোকটির পরিচয় নিশ্চিতে সহায়তা চাওয়া হয়েছে। কেউ চিনে থাকলে পুলিশকে অবহিত করতে জানানোর অনুরোধ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ।