চাঁপাই নবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: চাঁপাই নবাবগঞ্জ শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের ফকির পাড়ায় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা:গোলাম রাব্বানী,জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল হোদা অলক, গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান ও চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শ্রী শংকর কুমার কন্ড,চাঁপাই নবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল,চাঁপাই নবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজসেবিকা সাবিহা শবনম কেয়া রহমান।
সভাপতিত্ব করেন ফকির পাড়া বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ দুলাল হোসেন।
খেলা শেষে বিজয়ী ও কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।