চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯ টি অসহায় ও গৃহহীন পরিবার পেলো নতুন বাসগৃহ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ হাজার ৩শ ১৯টি অসহায়, গৃহহীন পরিবারের নবনির্মিত বাসগৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১’শ ৮৯টি পরিবারের নিকট বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর-সরলা গ্রামে শনিবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়।গম্ভীরা গানের মাধ্যমে প্রধানমন্ত্রী র কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও চাঁপাই নবাবগঞ্জ সফরের জন্য অনুরোধ করা হয়।

অনুষ্ঠানে বাসগৃহ পেয়ে অনুভূতি প্রকাশ করেন শারীরিক প্রতিবন্ধী ফাতেমা বেগম। পরে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস।

এছাড়াও বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী,পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও সুবিধাভোগীরা।

প্রত্যেকটি লাল-সবুজের স্বপ্নের নীড়ে রয়েছে ২টি ঘর, একটি রান্না ঘর, টয়লেটসহ পানি, বিদ্যুতের সকল সুবিধা।

একই সাথে জেলার সদর উপজেলায় ১৩০, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০ এবং ভোলাহাটে ১৭৫টি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে বাসগৃহ হস্তান্তর করা হয়। মুজিব-বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আবেগে আপ্লূত হয়েছেন সুবিধাভোগী ব্যক্তিরা।

নতুন বাসগৃহ পেয়ে প্রধানমন্ত্রী র নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর দীর্ঘজীবন কামনা করে অনুভূতি প্রকাশ করেন অসহায় ও গৃহহীন পরিবার গুলো।

পোস্টটি শেয়ার করুন