

নিজস্ব প্রতিবেদকঃ অভিনব কৌশলে ফেনসিডিল বহন করার সময় ৭০ বোতল ফেনসিডিল ও ব্যবহৃত ২ টি মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ৪ জনের বাড়ী রাজশাহী।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫ টায় শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের মুসলিম পুর বাজারে অভিযান চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকিতে সেটিং অবস্থায় ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এসময় রাজশাহী জেলার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের চাপাল দোতরাবোনার জয়নাল আবেদীন রনি ও আবু সুফিয়ান স্বপন,রাজশাহী নগরীর হোসেনিগঞ্জের সুজন শেখ কে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মোঃ মোমিনকে প্রেস স্টিকার লাগানো এফজেডএস চাঁপাই নবাবগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়। সে সাংবাদিক পরিচয়ে রাস্তার ক্লিয়ারেন্স দিয়ে মাদক বহনে সহযোগিতা করে।
জেলা গোয়েন্দা জানায়, এই চক্র এই অভিনব কৌশল অবলম্বন করে নিয়মিত ফেনসিডিল চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে যেতো।