চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ইমন রেজার পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ


ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি অারিফুর রেজা ইমন।
সারাদেশে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসুচী হিসেবে ও “মুজিবর্ষের অাহবান, তিনটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে
অাজ শনিবার নিজ বাড়ীর সামনে থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রায় ৬০০ চারা গাছ বিতরণ করা হয়।
অাগামীকাল ও পরশু অারো ১৪০০ চারা গাছ বিতরণ করা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি অারিফুর রেজা ইমন চাঁপাই ট্রিবিউনকে বলেন, ” মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ কোটি গাছ লাগানো র ঘোষণা বাস্তবায়নের উদ্দেশ্য বৃক্ষরোপণের পাশাপাশি নেতাকর্মীদের অারো উদ্বুদ্ধ করতে চারা গাছ বিতরণের কর্মসূচী নিয়েছি।জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রায় ২০০০ চারা গাছ বিতরণ করা হবে।”
চারা গাছ বিতরণে অারো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি- সাব্বির আহম্মেদ, নাজমুজ্জামন মাসুম, আতিকুর রহমান তাসলিম, সারোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক রেজুয়ান করিম মেরাজ,সদর উপজেলার সভাপতি কৌশিক আহমেদ,শাহনেয়ামতুল্লাহ্ কলেজের সেক্রেটারি রমজান ইসলাম সোহানসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।