

নিজস্ব প্রতিবেদকঃচাঁপাই জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিহা শবনম কেয়া রহমান।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক স্বাক্ষরিত জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
কেয়া রহমান পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হওয়ায় জেলার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রা শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
কেয়া রহমান বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করবো। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা কাজ করবো।
কেয়া রহমান মানবিক কর্মকর্তা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা র ডিসি ফুড মোঃ সেফাউর রহমান এর সহধর্মিণী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনার হিসেবে অসহায় মানুষের সাথে ছিলেন।
তরুণ উদীয়মান নারীনেত্রী হিসেবে ইতিমধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি।