

নিজস্ব প্রতিবেদক: চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে শফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নাসিম নির্বাচিত হয়েছেন।
২৫ অক্টোবর রবিবার বিকেল ৪ টায় দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
সম্মেলন উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড: মিজানুর রহমান মিজান।
সম্মেলনে আহবায়কের দায়িত্ব পালন করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো: রোকনউজ্জামান।
সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।