

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন -২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে তৃণমূলের ভোটে নতুন কমিটি করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড সভাপতি আসাদুল হক জুসুম ও সঞ্চালনা করেন ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত