রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাটে সাপের কামড়ে একজন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম সাগরী বেগম (৩৮)। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।
মৃত সাগরী বেগমের ভাতিজা সজীব ইসলাম জানান, সকাল ৯টার দিকে সাগরী বেগম রান্না ঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।