

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রামেক হাসপাতালে তাঁকে দেখতে যান রাসিক মেয়র। এসময় তিনি তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবির ছেলে ফয়সাল ইসলামকেও দেখতে যান এবং তার আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আতিকুল ইসলাম রাশেদ প্রমুখ।