নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার কৃত পলাতক আসামির নাম রিতু। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মিস্ত্রি পাড়ার সেলিম (টিকিট মাস্টার) এর ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি রোববার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহবুব হাসান রিতু (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৫ সদস্যরা। কোম্পানী অধিনায়ক মেজর মোঃ. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রিতুকে ধরতে অভিযানটি চালায়।
আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেসান নং-৬৯৬/১৮, প্রসেস নং-২৮/২১, তারিখ-০২/১০/২১ নবাব, ধারাঃ-ঘ.ও.অঈঞএর ১৩৮ ধারা মোতাবেক চেক জালিয়াতি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
আসামি কে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।