চোখের জলে বিদায় নিলেন রাবি শিক্ষার্থী হিমেল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

রাবি প্রতিনিধি: মতিহারের সবুজ চত্বরে হাজার হাজার শিক্ষার্থীর চোখের জলে চিরবিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেল।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক-মঞ্চে নিহত হিমেলের কফিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

জানাজার একাংশ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আসলে সন্তানহারা বাবার পক্ষে এই মুহূর্তে কথা বলা খুব কঠিন। আমি হিমেলের মায়ের সাথে কথা বলেছি। তাদের সব দাবি আমরা মেনে নিচ্ছি। আজকের মধ্যেই তাদের ৫ লক্ষ টাকা দেওয়া হবে।

জানাজা শেষে বেলা ১১টায় মরদেহের দাফন কাজ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে মরহুমের গ্রামের বাসা নাটোরের উদ্দেশ্য রওনা দিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়।

পোস্টটি শেয়ার করুন