ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে জন্মদিন উপলক্ষে দুপুরে দলীয় টেন্টে কেক কাটা হয়। কেক কাটার সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, উপ-উপাচার্য ড. সুলতান উল ইসলাম টিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, সাবেক যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম রশিদ, গোলাম কাওসার।


সবশেষে রক্তদান কর্মসূচি পালন করে। এতে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, মেসবাহুল ইসলাম, সজীব আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত রাজু, ইমরান খান নাহিদ, মুশফিক তাহমিদ তন্ময়, ইমতিয়াজ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবসহ বিশ্ববিদ্যালয়, হল ও অনুষদ কমিটির নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন