ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি: উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগ।
বৃহস্পতিবার ৬ জানুয়ারি বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
সভায় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবুর সমন্বয়ে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি মো আলীরাজ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন; শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল গণি জোহা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহসান প্রমুখ।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১৫ টি ইউনিয়ন ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্রডের সর্বস্তরের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য; উপমহাদেশের প্রাচীনতম ও বৃহত্তম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে আত্মপ্রকাশ করে। এই সংগঠন প্রতিষ্ঠায় মূল নেতৃত্ব দেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।