ছিনতাইকৃত ১৬ টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া ১৬টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত জিতেন ধর পরিকল্পিতভাবে আপন ভাই এর কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনতাই করায়।

পুলিশ জানায় গত ২১/১২/২০২০ খ্রিঃ বাদী দ্বিজেন ধর ও তার মেজ ভাই জিতেন ধর (৪৮) এর নিকট হ’তে সরকারী কর্মচারী, ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে অজ্ঞাতনামা আসামীরা ১৭টি স্বর্ণের বার,ওজন ১৭০ ভরি মূল্য ১,১২,৭১,০০০/-(এক কোটি বার লক্ষ একাত্তর হাজার) টাকা, ০২টি মোবাইল ফোন সেট, নগদ টাকা ছিনতাই করে নেয়।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৬৬, তাং-২২/১২/২০২০ খ্রিঃ,ধারা-১৭০/৩৯২ পেনাল কোড রুজু হয়। মামলটি থানা পুলিশ ব্যাপক ও নিবিড় ভাবে তদন্ত অব্যাহত রাখে।
এসি-বোয়ালিয়া জনাব ফারজিনা নাসরিন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম, এসআই/মোঃ আঃ মতিন, এএসআই/রানা আহম্মেদ, এএসআই/মোঃ নাজমুল হক সহ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫/১২/২০২০ খ্রিঃ আসামী জিতেন ধর (৪৮), পিতা-দ্বীনেশ ধর, সাং-পুঠিয়া শিবচৌকি উত্তরপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা আত্মসাৎকৃত ১৬টি স্বর্ণের বার, ওজন ১৬০ ভরি, মূল্য ১,০৬,৭২,০০০/-(এক কোটি ছয় লক্ষ বাহাত্তর হাজার) টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী বাদীর আপন ভাই।

আসামী তার সহযোগী পলাতক আসামীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে ঘটনাস্থলে ছিনতাই ঘটনার অবতারণা করে।

পোস্টটি শেয়ার করুন