নিজস্ব প্রতিবেদকঃ প্রায় তিন শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের সাথে সেহেরি করলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা।
শুক্রবার ৬ রমজানে রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে। পরে একসাথে বসে সেহরি খান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন সরকার, ছাত্রলীগ নেতা মহিত, তারেক, নয়ন, তুর্য প্রমুখ।
এবিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন; মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জননেতা আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি’র অনুপ্রেরণা ও সহযোগিতায় জেলা ছাত্রলীগের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়ানোর পাশাপাশি মানবিক কাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করে। রাজশাহী জেলা ছাত্রলীগ সেই ধারা অব্যাহত রাখবে।
উল্লেখ্য;গরীব অসহায় ছিন্নমূল মানুষের সাথে ছাত্রলীগ নেতার সেহেরি খাওয়ার এই আয়োজন ইতিমধ্যে সুনাম অর্জন করেছে জেলা, নগরী ও উপজেলা থেকে তৃনমূল পর্যায়ে।