

মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অাজ জগন্নাথ হল ও এসএম হলে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
অাজ শনিবার ১৮ জুলাই জগন্নাথ হল ও সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ অাখতারুজ্জামান।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি অাল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগ ও হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় দুই হলের প্রভোস্টও উপস্থিত ছিলেন ।
“মুজিব শতবর্ষের অাহবান,তিনটি করে গাছ লাগান ” স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শতবর্ষে তিন মাসব্যাপী কর্মসূচি অনুযায়ী সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ করে যাচ্ছে।
সেই সাথে করোনা মহামারী মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ।