জরুরী সেবা দিয়ে সম্মাননা পেলেন গোমস্তাপুরের অলিউল ইসলাম ডালিম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

মোঃ সিফাত রানা গোমস্তাপুর: কোভিড-১৯ চলাকালীন সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ জনগনকে সেবা দিয়ে সম্মাননা পেলেন গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে ৩৩৩ জাতীয় হেল্পলাইন সেচ্ছাসেবী উদ্যোক্তা সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়। এটুআই- এসপায়ার টু ইনোভেট, আইসিটি ডিভিশন বাংলাদেশ এটির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।

প্রধান অতিথি ছিলেন এটুআই- এসপায়ার টু ইনোভেট প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম।

জানা গেছে, কোভিড ১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারত না, ঠিক ওই সময় সরকারের ৩৩৩ জাতীয় হেল্পলাইনের মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করেছিলেন। তারই প্রেক্ষিতে ৩৩৩ জাতীয় হেল্পলাইনে সেচ্ছাসেবী উদ্যোক্তােদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম সম্মাননা পেয়ে তাঁর প্রতিক্রিয়া বলেন, এই মহৎ কাজে নিজেকে উৎসর্গ করতে পেরে গর্বিত মনে করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও গোমস্তাপুর উপজেলা প্রশাসন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ, এটুআই কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। পুরস্কারটি তাঁর ইউনিয়নের সকল জনগণের জন্য উৎসর্গ করেছেন বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন