জাতিরপিতা র ভাস্কর্য ভেঙে ফেলা ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

ডেস্ক নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মহান মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

রোববার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন