নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
আজ সোমবার দুপুরে নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী মহানগর যুবলীগের অন্তর্গত ৬ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে খাবার বিতরণ ও দোয়া করা হয়।
৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাবেক সহ-সভাপতি আশিক হোসেন দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।