জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এ বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সুত্র মতে, চলতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের জেলা পর্যায়ে প্রতিযোগিদের তালিকায় জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।