

নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় শোক দিবস-২০২০’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কর্মসূচী গ্রহণ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (১২ আগস্ট) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
১৫ আগস্টের কর্মসূচী সমূহের মধ্যে রয়েছে;
সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন।
সকাল ৯টায় জাতীর পিতার প্রতিকৃতিতে সামাজিক দুরুত্ব স্বাস্থবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত, সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও পবিত্র কুরআনের হাফেজদের নিয়ে আগস্টের শহীদদের স্মরণে পবিত্র কুরআন শরীফ খতম এবং বাদ জোহর মেডিকেল ক্যাম্পাস মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করবে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসন।