জাতীয় শোক দিবস উপলক্ষে রাবিতে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের স্মরণে ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ আগস্ট বিকেলে রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধাক্ষ্য সাইফুল ইসলাম মামুন জিয়াদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি কাবিরুজ্জামান রুহুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন