জাতীয় শোক দিবস উপলক্ষে রাসিকের সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
ফ্রি মেডিকেল ক্যাম্প

ট্রিবিউন ডেস্ক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামী ২২ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা হতে বেলা আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বেধনকালে উপস্থিত ছিলেন; রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, ডা. তারিকুল ইসলাম বনি, ডাঃ উম্মুল খায়ের ফাতিমা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন