

শিবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন শিবগঞ্জ পৌর মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
রবিবার ১৬ আগস্ট দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৫ টি স্পটে শিবগঞ্জ পৌর এলাকার জিকে ফাউন্ডেশনের পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী, মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক সৈয়দ মনিরুল ইসলাম।
জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল,সাধারণ সম্পাদক মোঃ আলীরাজ, যুবলীগ নেতা আসিফ আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ,পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
পৌরসভার বিভিন্ন স্পটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায়ও অংশগ্রহন করেন সৈয়দ মনিরুল ইসলাম ।
এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান ।সবসময় পৌরবাসীর পাশে তিনি ও তাঁর পরিবার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ।