জাতীয় শোক দিবস, সিরিজ বোমা হামলা ও গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


রাজশাহী প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টে ভয়াল গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মহানগরের কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি জনাব রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার।
সভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।