জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা নূর কুতুব আলমকে অভিনন্দন জানিয়েছেন রাসিক মেয়র লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

ডেস্ক নিউজঃ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নূর কুতুব আলম মান্নানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র মহোদয়।

উল্লেখ্য, বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুজনিত কারণে সভাপতির পদটি শূন্য হওয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন