

ভোলাহাট প্রতিনিধিঃজাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল করেছে জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগ।
আজ রোববার বিকেলে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ভোলাহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন,জামবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মীর কাদেম, ভোলাহাট উপজেলা যুবলীগের সদস্য লাল্টু মিঞা, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সজল হোসেন, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মুসতাহিদুল ইসকাই, তাতী লীগ নেতা রুহুল আমিন প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন