

নিজস্ব প্রতিবেদক: চাঁপাই নবাবগঞ্জ জেলা জাসদ নেতা হাবিবের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
আজ সোমবার সকাল ১০.৩০ টায় চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আনুষ্ঠানিক ভাবে যোগদান করে।
যোগদান অনুষ্ঠানে জাসদ নেতারা জানায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের জন্য আওয়ামী লীগে যোগদান করছি।ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান,সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমানসহ জেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।