জুয়া খেলায় রাজশাহীতে নয় পুলিশ সদস্য বরখাস্ত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

ডেস্ক নিউজঃ রাজশাহী মহানগরীর একটি হোটেলে জুয়া খেলা অবস্থায় ৯ পুলিশ সদস্যকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

বুধবার (৬ই জানুয়ারি) গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এঘটনায় তাদের সবাইকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জুয়া খেলায় অংশ নিয়ে বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম। এদের মধ্য ছয় জন নগর পুলিশের সদস্য। অপর তিনজন জেলা পুলিশের সদস্য।

এছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে বরখাস্ত করা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে আটককৃত সবাই পুলিশ সদস্য জানা যায়। তারা সেখানে খাওয়া দাওয়া ও তাস খেলার আয়োজন করেছিলো। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।

সূত্রঃ ডিবিসি নিউজ

পোস্টটি শেয়ার করুন