জেলহত্যা দিবসে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাবি প্রশাসন


রাবি প্রতিনিধিঃ ৩ নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চারনেতার অন্যতম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সকাল ৮.১৫ মিনিটে রাজশাহী শহরের কাদিরগঞ্জে অবস্থিত সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় চারনেতার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মুস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন