

নিজস্ব প্রতিনিধিঃ ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থিত স্বাধীনতা চত্ত্বরে জাতিরপিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে।
পরে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এবং মোনাজাত পরিচালনা করে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, তৌহিদ মুর্শেদ,গোলাম সারওয়ার, মেশবাহুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু,এনায়েত রাজু উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সৌমিত্র কর্মকার রানা প্রমুখ।