জেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান এর মাতার জানাযা ও দাফন সম্পন্ন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাবেক সাংসদ মুঃ জিয়াউর রহমান এর মাতা নূরজাহান বেগম (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেল সাড়ে পাঁচ টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে তিনি রহনপুর পৌর এলাকার শেখপাড়ায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।  

জানাযায় অংশ নেন; গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সমাজকল্যান মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নাচোল পৌর মেয়র আব্দুল রশিদ খান ঝাল্লু চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলি শাহ, নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ডাক্তার আসরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন।

পোস্টটি শেয়ার করুন